বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
Logo

বিগ বসের মঞ্চেও প্রাণের ভয় তাড়া করছে সালমানকে

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮এএম

বিগ বসের মঞ্চেও প্রাণের ভয় তাড়া করছে সালমানকে

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’–এর সেটে আরও কড়াকড়ি করা হলো সালমান খানের নিরাপত্তা। দীর্ঘদিন ধরেই নানা মহল থেকে প্রাণনাশের হুমকি পেয়ে আসছেন বলিউডের এই সুপারস্টার। সে কারণেই এবার বিশেষ নিরাপত্তা বলয়ে ঢেকে দেওয়া হয়েছে তাকে। এমনকি ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত আড়াই বছরে সালমান খানের ওপর একাধিকবার প্রাণনাশের হুমকি এসেছে। তাই নিরাপত্তা জোরদার করতেই এই ব্যবস্থা। এখন থেকে ভক্তদের সঙ্গে সালমানের সরাসরি সাক্ষাৎ থাকবে না। শোতে অংশ নেওয়া সবাই এবং শুটিং ফ্লোরেও কড়া নজরদারি চালানো হচ্ছে। সালমানের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না।

এর আগেও নিজের সুরক্ষার কথা ভেবে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার শুরু করেছিলেন সালমান। যেকোনো জায়গায় যাতায়াতেও থাকেন নিরাপত্তা বলয়ে ঘেরা। সেই প্রাণনাশের ভয় এবার পৌঁছে গেছে ‘বিগ বস’-এর ঘরেও, তাই এত কড়াকড়ি।

গত আগস্টে টেলিভিশনে শুরু হয়েছে ‘বিগ বস’ সিজন ১৯। প্রতি বছরের মতো এবারও সঞ্চালকের আসনে রয়েছেন সালমান খান। ইতোমধ্যেই দর্শকেরা জমিয়ে উপভোগ করছেন জনপ্রিয় এই রিয়্যালিটি শো।