বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo

খোলা চুল আর মিষ্টি হাসিতে আইফোন ১৭ হাতে ফারিণ

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১এএম

খোলা চুল আর মিষ্টি হাসিতে আইফোন ১৭ হাতে ফারিণ

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার ভিন্ন এক মুডে ভক্ত-অনুরাগীদের সামনে হাজির হলেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব থাকা এই তারকা সম্প্রতি আইফোন ১৭ হাতে পাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

নিজের ফেসবুক-ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, সোফায় বসে আছেন ফারিণ। পরনে কালো টপ ও প্রিন্টের স্কার্ট। খোলা চুল আর মিষ্টি হাসিতে হাতে ধরা নতুন আইফোন ১৭। ক্যাপশনে লিখেছেন সংক্ষেপে— ‘পেয়েছি।’

ছবিটি ঘিরে ইতোমধ্যে ভক্তদের মন্তব্যের ঝড় উঠেছে। একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ, হাসিটা অনেক সুন্দর লাগছে।’ আরেকজনের কথায়, ‘টাকা নেই বলে আজ কিনতে পারলাম না।’

উল্লেখ্য, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। মায়ের ইচ্ছায় অভিনয় শুরু করা এই অভিনেত্রী ২০১৮ সালে বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে কাজ করেন। একই বছরে ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া তার অভিনীত ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।