বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo

হলিউড অভিনেত্রী পিপা স্কট মারা গেছেন

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১১:৪৭এএম

হলিউড অভিনেত্রী পিপা স্কট মারা গেছেন

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী পিপা স্কট মারা গেছেন। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৯০ বছর। গত ২২ মে সান্তা মনিকায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। 

তবে গত রবিবার তার মৃত্যুর প্রকাশ্যে আসে। মৃত্যুর খবরটি দ্য হলিউড রিপোর্টারকে নিশ্চিত করেছেন অভিনেত্রীর মেয়ে মিরান্ডা টোলম্যান।

পিপ্পা স্কটের মেয়ে জানিয়েছেন, হার্ট অ্যাটাকে তার মা পিপ্পা স্কট মারা গেছেন। তবে অভিনেত্রীকে হাসপাতালে নেয়া হয়েছিল কিনা বা চিকিৎসাধীন ছিলেন কিনা, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পিপা স্কট একজন প্রশংসিত অভিনেত্রী হিসেবে তার অভিনয় দক্ষতা, সংবেদনশীল চরিত্র উপস্থাপন এবং টেলিভিশন ও চলচ্চিত্রে অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

এ অভিনেত্রীর অন্যান্য সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ‘অ্যাজ ইয়ং অ্যাজ উই আর’ (১৯৫৮), ‘মাই সিক্স লাভস’ (১৯৬৩), ‘পেটুলিয়া’ (১৯৬৮), ‘কোল্ড টার্কি’ (১৯৭১) এবং ‘দ্য সাউন্ড অব মার্ডার’ (১৯৮০)। আর টেলিভিশন শোর মধ্যে অন্যতম ‘দ্য টোয়াইলাইট জোন’, ‘আউটলজ’, ‘ডক্টর কিল্ডার’, ‘দ্য ডিক ভ্যান ডাইক শো’, ‘পেরি ম্যাসন’, ‘দ্য মেরি টাইলার মুর শো’, ‘গানস্মোক’, ‘মিশন: ইম্পসিবল’, ‘দ্য ওয়ালটনস’, ‘কলম্বো’, ‘দ্য স্ট্রিটস অব সান ফ্রান্সিসকো’ এবং ‘জিগস জন’।