বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
Logo

মহাকাশে বিয়ের পরিকল্পনা করছেন টম ক্রুজ-আনা!

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৮:৫০পিএম

মহাকাশে বিয়ের পরিকল্পনা করছেন টম ক্রুজ-আনা!

অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন হলিউড তারকা টম ক্রুজ। তাদের বিভিন্ন সময়ে একসঙ্গেও দেখা গেছে। অবশেষে প্রেমিকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টম, এমনটাই খবর।

দুই হলিউড তারকা কবে বিয়ে করছেন, কিংবা কোথায় করছেন, তা কিছুই চূড়ান্ত হয়নি।

তবে ঘনিষ্ঠ মহল সূত্রে হলিউডে গুঞ্জন, মহাকাশে বিয়ে করার ইচ্ছে রয়েছে তারকা যুগলের। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা। 

যদিও টম ও আনার বাগদান সম্পন্ন হয়নি। এমনকি তারকা যুগল তাদের সম্পর্ক নিয়েও মুখ খোলেননি।

তবে আনাকে নিয়ে যে টম বড় কিছু ভাবছেন, তাই শোনা যাচ্ছে ঘনিষ্ঠ মহলে। 

শুধু তা-ই নয়, তারা ‘মিশন ইমপসিবল’-এর স্টান্টের মতোই রোমাঞ্চকর করে তুলতে চান তাদের বিশেষ মুহূর্ত। 

সূত্রের খবর অনুযায়ী, টম মহাকাশ ভ্রমণ নিয়ে অবসেসড। সুতরাং, মহাকাশে বিয়ে বিষয়টি টমকে বেশ এক্সাইটেড করে তুলেছে বলে শোনা যাচ্ছে।

স্পেসে গিয়ে শুধু বিয়ে নয়, স্কাই-ডাইভিং নিয়েও প্ল্যানিং করছেন টম। তবে কবে বিয়ে করছেন এবং কিভাবে করছেন, সবটাই এখন হাওয়ায় ভাসছে।

চলতি বছরের শুরুতেই সম্পর্ক গড়ে ওঠে ৬৩ বছরের টম ক্রুজ এবং ৩৭ বছরের অ্যানার। গত জুলাইতে একসঙ্গে তাদের দেখা যায়। এখন তাদের সম্পর্কে সিলমোহর পড়ার অপেক্ষায় অনুরাগীরা।