বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo

নন্দিত সংগীতশিল্পী আবু জাফর আর নেই

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫পিএম

নন্দিত সংগীতশিল্পী আবু জাফর আর নেই

অসংখ্য গান লিখেছেন বা সুর করেছেন, তেমনটা বলা যাবে না। তবে যা করেছেন, সেটুকুই যেন সোনা হয়ে ফলেছে। 

‘এই পদ্মা এই মেঘনা’, ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’-অন্তত এই তিনটি সৃষ্টি অমরত্ব পেয়েছে বহু আগে। এমন কিংবদন্তি গানের স্রষ্টা আবু জাফার, গতরাতে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

আবু জাফরের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লোক–গবেষক সাইমন জাকারিয়া। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে এই শিল্পী মারা গেছেন।

আবু জাফর একাধারে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, শিক্ষক ও কবি। পেশাগতজীবনে তিনি ছিলেন শিক্ষক। চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন তিনি অসুস্থতায় ভুগছিলেন।

রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী ও গীতিকার ছিলেন। তার রচিত বেশিরভাগ গানের সুর ও কণ্ঠ তিনি নিজেই দিয়েছেন। তবে আলোচিত বেশিরভাগ গানেই কণ্ঠ দিয়েছেন আবু জাফরের প্রাক্তন স্ত্রী ফরিদা পারভীন।

আবু জাফর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন।