বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo

বাংলাদেশের খবরে চটেছেন ঋতুপর্ণা

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫পিএম

বাংলাদেশের খবরে চটেছেন ঋতুপর্ণা

বাংলাদেশের ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তের পরিবর্তে দেখা যাবে শ্রীলেখা মিত্রকে। ঠিক এমন একটি খবর গত কদিন ধরে আসছে এদেশের মিডিয়ায়। বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন ঋতুপর্ণা, হয়েছেন ক্ষুব্ধ।

গত জুলাই মাসে ঋতুপর্ণাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন নির্মাতা রাশিদ পলাশ। ছবির নাম ‘তরী’। প্রথম লটের কাজও হয়েছে। দ্বিতীয় লটের আগেই থমকে যায় তরী। কারণ সিনেমা থেকে বাদ পড়ছেন এ শিল্পী। আর সেখানে আসছেন কলকাতার আরেক জনপ্রিয় তারকা শ্রীলেখা মিত্র। তবে বিষয়টি সঠিক নয় বলে দাবি করলেন ঋতু।

অভিনেত্রীর মতে, বাদ তিনি পড়তে পারেন না, কারণ তিনি ছবিটিতে কাজ করবেনই সেই সিদ্ধান্তে কখনও পৌঁছাননি। পাশাপাশি তিনি চিত্রনাট্যে কিছু বদল চেয়েছিলেন। যার ফলে কোনো চুক্তিও হয়নি।

ঋতুপর্ণা গণমাধ্যমে এক ইন্টারভিউতে বলেন, ‘এই ছবির জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু আমি কিছু ফাইনাল করিনি। চিত্রনাট্যে আমি কিছু পরিবর্তন চেয়েছিলাম, আমায় আবারও নতুন করে স্ক্রিপ্ট পাঠানোর কথা ছিল। যেটা ওঁরা কেউ পাঠাননি। আমি জানিয়ে দিয়েছিলাম, চিত্রনাট্য সঠিক না হলে, আমি কোনো মতেই কাজ করার জায়গায় থাকব না। তাই আমার সঙ্গে কোনো চুক্তি হয়নি। আমি ছবিটার জন্য রাজি হইনি কখনোই। তাই নেওয়া বা বাদ দেওয়া, দুই প্রসঙ্গই উঠতে পারে না।’

ঋতুপর্ণা আরও বলেন,খুব বিশ্বাসযোগ্য এক সূত্র থেকে তিনি এই প্রস্তাব পেয়েছিলেন। পরিচালক রাশিদ পলাশও তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। অভিনেত্রীর কথায়, ‘যা যা গল্প বানানো হচ্ছে, সেগুলো আমার অজানা। এমন করে কোনো অভিনেতাদের নাম করে পাবলিসিটি করার বিষয়টা আমার সত্যি জানা নেই। যথাযথ নিরাপত্তা না থাকার কারণে আমায় নিয়ে শ্যুট করতে পারবে না, সেটা আলাদা বিষয়। তবে ওরা যেভাবে বিষয়টাকে সামনে আনছেন সেটা একেবারেই সঠিক নয়।’

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে পরিচালক রাশিদ পলাশ বললেন, ‘চুক্তি হয়নি, এটা সত্য। হয়নি বলেই বর্তমান পরিস্থিতিতে উনাকে নিয়ে কাজ না করার সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের পরিস্থিতি অনেকটাই পাল্টে গিয়েছে। আমাদের প্রযোজনা-প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা এই মুহূর্তে ঋতুপর্ণাকে নিয়ে কাজ করতে চাইছেন না। কারণ হিসেবে আমাদের শুটিং লোকেশন, যেখানে সেখানে তাঁর যথাযথ নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।’

নায়ক ও সাবেক এমপি ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধে ঋতুপর্ণা অভিনয় করেছেন বেশ কিছু ছবিতেই। সেই সূত্রে ফেরদৌস তাঁর বন্ধু। বিষয়টি নতুনভাবে সামনে আসাতেই প্রাথমিক তালিকা থেকে বাদ দিতে হয়েছে এ অভিনেত্রীকে।

প্রসঙ্গত, আহাদুর রহমানের গল্পে তরী সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। ছবিতে আরও অভিনয় করছেন তুষার খান, সুমন আনোয়ার, রেহনুমা। শুটিং-ডাবিং শেষ করে ২০২৫ সালেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।