বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo

পরকীয়া ও বিচ্ছেদ নিয়ে যা বলছেন গোবিন্দ

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৫পিএম

পরকীয়া ও বিচ্ছেদ নিয়ে যা বলছেন গোবিন্দ

অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল গোবিন্দ ও সুনীতার দাম্পত্য জীবন আর ঠিকঠাক নেই। এমনও শোনা গিয়েছিল, গোবিন্দ তাঁর স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিবাহবিচ্ছেদের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। এখন শোনা যাচ্ছে, তাঁরা দুজনেই তাঁদের ৩৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। আর এর পিছনে নাকি রয়েছে গোবিন্দের বিবাহ-বহির্ভূত সম্পর্ক।

বলিপাড়ায় জোর গুঞ্জন, গোবিন্দা ও সুনীতার এই বিচ্ছেদের পিছনে নাকি রয়েছেন বছর ৩০এর এক মারাঠি অভিনেত্রী। তবে গোবিন্দ বা সুনীতার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। সবটাই এখনও পর্যন্ত গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

সম্পর্ক নিয়ে যখন চারদিকে নানা চর্চা, ঠিক তখনই এ নিয়ে কথা বললেন অভিনেতা গোবিন্দ। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আপাতত শুধু ব্যবসা নিয়ে আলোচনা করছেন। নতুন সিনেমা তৈরির প্রক্রিয়ায় রয়েছেন তিনি।

অভিনেতার ম্যানেজার শশী সিনহা বলেছেন, পরিবারের কয়েকজন সদস্যদের বিবৃতির জন্য গোবিন্দ-সুনীতা দম্পতির মধ্যে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। এর বেশি কিছু নয়। গোবিন্দ এখন তার নতুন সিনেমা নিয়ে ব্যস্ত। এ জন্য আমাদের অফিসে শিল্পীরা নিয়মিত যাওয়া-আসা করছেন। তবে পরিবারের বিষয়টি সমাধানের চেষ্টা করছি আমরা।

তবে এই বিষয়ে এখনও মুখ খুলতে রাজি হননি সুনীতা আহুজা। এমনকী দম্পতির কন্যা টিনাও সংবাদমাধ্যমের সামনে এই নিয়ে কোনও কথা বলতে চাননি।

সুনীতা আহুজার সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারের পর থেকেই তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। সুনীতা ওই সাক্ষাৎকারে জানিয়েছেন, এত বছরের দাম্পত্য, তবু একসঙ্গে বাস করেন না গোবিন্দ-সুনীতা। তাদের বসবাস আলাদা। দুই সন্তানকে নিয়ে তিনি থাকেন একটি ফ্ল্যাটে। ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন বলিউড অভিনেতা গোবিন্দ।

মাত্র ১৮ বছর বয়সে গোবিন্দর সঙ্গে বিয়ে হয়েছিল সুনীতার। গোবিন্দা-সুনীতা দুই সন্তানের বাবা-মা। ১৯৮৭ সালের ১১ মার্চ তাঁদের দুজনের বিয়ে হয়। বিয়ের সময় তাঁদের দুজনেরই বয়স ছিল বড্ড কম।