বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
Logo

ঈদে আসছে ‘চক্কর ৩০২’

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:৫২পিএম

ঈদে আসছে ‘চক্কর ৩০২’

মুক্তি পেলো ঈদের ছবি ‘চক্কর ৩০২’ এর গান ‘কাউয়া কমলা খাইতে জানে না’। যায় এরই মধ্যে দর্শক শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ঈদের ছবি ‘চক্কর ৩০২’। এর মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবনের। ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশাররফ করিম। দিন কয়েক আগে প্রকাশিত হয়েছে ছবির টিজার।

এবার এলো গান ‘কাউয়া কমলা’। সম্প্রতি ইউটিউবে টাইগার মিডিয়ার চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়েছে।

এটি মূলত রাজ্জাক দেওয়ানের জনপ্রিয় গান ‘কাউয়া কমলা খাইতে জানে না’-এর নতুন সংস্করণ। গেয়েছেন কাজল দেওয়ান।

গানটির সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। নৃত্য পরিচালনায় মোফাসসাল আলিফ। গানের দৃশ্যে দুটি বিষয় সমান্তরালে উঠে এসেছে। একদিকে পুলিশ চরিত্রে মোশাররফ করিম ঘুরে বেড়াচ্ছেন, কোনো কিছুর সন্ধানে। অন্যদিকে একটি লঞ্চের ডেকে আমোদ-ফূর্তিতে মেতেছেন সুমন আনোয়ার। সেখানে আছেন গায়ক ও নৃত্যশিল্পীরাও।

গানটির প্রসঙ্গ অস্পষ্ট রেখেই নির্মাতা জীবন জানান, রাজ্জাক দেওয়ান গানে গানে বলে গেছেন, কাউয়া কমলা খেতে জানে না। তবে ‘চক্কর’-এর কাউয়া কিন্তু পাখি নয়। এটি আকাশে ওড়ে না, বাতাসেও নড়ে না; বরং মানুষের অন্তরে থাকে আর কা কা করে।

এর সঙ্গে গল্প ও চরিত্রের সূক্ষ্ম মেলবন্ধন খুঁজে পাবেন দর্শক। উল্লেখ্য, সরকারি অনুদানে নির্মিত ‘চক্কর ৩০২’-এ মোশাররফ করিমের সঙ্গে আছেন তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার, রওনক হাসান, সুমন আনোয়ার, শাশ্বত দত্ত, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।