সোমবার, ১০ নভেম্বর ২০২৫
Logo

দুর্ঘটনার ট্রমা, শরীর ঠিক থাকলেও মনের ক্ষতি ভয়াবহ

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:৪৪এএম

দুর্ঘটনার ট্রমা, শরীর ঠিক থাকলেও মনের ক্ষতি ভয়াবহ

আগুনে পোড়ার ঘটনা থেকে বেঁচে যাওয়া মানুষদের নিয়ে অনেকদিন ধরেই গবেষণা চলছে। জানা গেছে, যারা আগুনে দগ্ধ হন, তারা দীর্ঘমেয়াদে মানসিক ও শারীরিক সমস্যায় ভোগেন। তবে সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, যারা আগুনে দগ্ধ হননি, তারাও মানসিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এই গবেষণা করেছে হার্ভার্ড মেডিক্যাল স্কুল এবং স্পল্ডিং রিহ্যাবিলিটেশন হাসপাতাল।

এতে দেখা গেছে, দগ্ধ না হয়েও অনেকের মধ্যে বিষণ্নতা (ডিপ্রেশন) ও আঘাত-পরবর্তী মানসিক চাপ এর লক্ষণ ছিল দগ্ধদের চেয়েও বেশি। গবেষণার প্রধান গবেষক ড. জেফ্রি স্নাইডার বলেন, শুধু শরীরের আঘাত নয়, আগুনের মতো ভয়াবহ ঘটনার মানসিক প্রভাবও অনেক গভীর হতে পারে। তাই সবাইকে সমানভাবে মানসিক ও শারীরিক সহায়তা দেওয়া জরুরি।

গবেষণায় আরও দেখা গেছে, অনেকেই চাকরি, পরিবার ও জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়েছেন।

মানসিক আঘাতের প্রভাব অনেক সময় শারীরিক চেয়েও বেশি হতে পারে। এই গবেষণায় হার্ভার্ড ছাড়াও যুক্ত ছিল আরও কয়েকটি নামকরা হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়। এই গবেষণা দেখায়, আগুন বা দুর্ঘটনার শিকার হওয়া মানুষদের শুধু শারীরিক চিকিৎসাই নয়, মানসিক সহায়তাও জরুরি। কারণ, দগ্ধ না হলেও ট্রমা থেকে সেরে ওঠা অনেকের জন্য কঠিন হয়ে পড়ে।

সূত্র: হার্ভাড মেডিক্যাল স্কুল