নব্বই দশকের শেষের দিকে টালিউডের প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন শতাব্দী রায়। কিন্তু নায়িকা হয়েও সেই সময় পাননি বিশেষ সুবিধা। এখন শুটিংয়ের পরিবেশ অনেকটাই বদলে গেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই গল্প শোনালেন শতাব্দী রায়। এর আগে ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল হরনাথ চক্রবর্তী পরিচালিত সিনেমা ‘রাজা রানি বাদশা’। সেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন শতাব্দী। সেই সিনেমার শুটিংয়ের সময় বেশ নাকানিচোবানি খেতে হয় অভিনেত্রীকে।
বাঁকুড়ার মুকুটমণিপুরে শুটিং করতে গিয়ে কী হয়েছিল? এখন যেমন প্রায় সর্বত্র ‘এসি’র ব্যবস্থা রয়েছে। সেই সময় ছিল না। তখন নায়িকাদেরও অনেক ক্ষেত্রে মানিয়ে নিতে হতো। ভিডিওর মাধ্যমে সে কথাই জানালেন শতাব্দী।
অভিনেত্রী বলেন, মুকুটমণিপুরে এত গরম ছিল যে, সিনেমায় থাকা কুকুরও মাটিতে পা রাখতে পারছিল না। তখনই আমি হরদাকে (হরনাথ চক্রবর্তী) বলেছিলাম— যেখানে একটা কুকুর পারছে না দাঁড়াতে, সেখানে তুমি আমাকে দিয়ে নাচ করাচ্ছ, অভিনয় করাচ্ছ। তারপর আমার সমস্যা দূর করতে ভয়ানক বুদ্ধি বার করেন পরিচালক ও প্রযোজক।
শতাব্দী বলেন, তার সেই কষ্ট সার্থক। কারণ দর্শকের ভালোবাসায় তিনি সব কষ্ট ভুলে গেছেন। কিন্তু বাঁকুড়ার ওই গরমে কীভাবে শুটিং করেছিলেন অভিনেত্রী? শতাব্দী জানান, বাইরে থেকে চাঁই চাঁই বরফ আনা হতো। সেই বরফ গলে পানি হলে, শুটিং শেষ হওয়ার পর সেই বরফগলা পানিতে স্নান করতেন শতাব্দী। এখন সেসব স্মৃতি বারবার ফিরে আসে তার মনে।