দৈনন্দিন কাজের ফাঁকে ঘর সব সময় গুছিয়ে রাখা অনেকের কাছেই সম্ভব হয় না। তবে অগোছালো ঘর মুহূর্তেই নষ্ট করে দেয় সুন্দর সাজসজ্জার আমেজ। শুধু জানালা-দরজার ধূলাবালি নয়, এদিক-সেদিক ছড়ানো জিনিসপত্রও ঘরের সৌন্দর্যে ছাপ ফেলে। তবে কয়েকটি সহজ নিয়ম মানলেই সপ্তাহ জুড়ে ঘর ঝকঝকে রাখা সম্ভব। চলুন, জেনে নিই।
১। প্রথমেই জায়গার জিনিস জায়গায় রাখার অভ্যাস করুন। অনেক সময় টেবিলের ওপর অযথা জিনিসপত্র জমে থাকে।
যা দেখতে যেমন খারাপ লাগে, তেমনই গুছানোও কঠিন হয়। খাবার টেবিল হোক বা বসার ঘরের টেবিল, একটি সুন্দর ট্রে ব্যবহার করতে পারেন। এতে দরকারি ছোটখাটো জিনিস এক জায়গায় রাখা যাবে এবং মুছতে বা পরিষ্কার করতে সুবিধা হবে।
২। শুধু রান্নাঘর নয়, ঘরের প্রত্যেক কোণায় নজর দিতে হবে। রান্নাঘর যেমন দ্রুত তেল-কালিতে ভরে যায়, তেমনই টেবিল, চেয়ার বা সাজসজ্জার সামগ্রীতে ধুলা জমে। তাই নিয়ম করে দুইদিন পর পর ভিজা বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেললে ঘর কখনো অপরিচ্ছন্ন লাগবে না।
৩। সোফা, কুশন ও বসার জায়গাগুলোর ধুলা ঝাড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
এসব বিষয় রুটিনের মধ্যে রাখলে ঘর গুছিয়ে রাখা সহজ হয়। অনেক সময় 'করছি-করব' মানসিকতার কারণে কাজ ফেলে রাখা হয়, ফলে ঘর দেখতে আরো অগোছালো মনে হয়।
এই তিনটি সহজ কৌশলকে অভ্যাসে পরিণত করলে ঘর পরিষ্কার রাখা আর কঠিন কাজ হবে না, বরং নতুনের মতো ঝকঝকে দেখাবে সারা সপ্তাহ।
সূত্র; আনন্দবাজার