শনিবার, ৮ নভেম্বর ২০২৫
Logo

অ্যালোভেরায় নিমেষেই করুন ঝকঝকে ত্বক

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৭:৪৯পিএম

অ্যালোভেরায় নিমেষেই করুন ঝকঝকে ত্বক

আপনার শরীর যতœ না নিলে ত্বক জেল্লা হারাতে হবে। তাই সঠিক উপায়ে ক্লিনিং থেকে ময়েশ্চারাইজিং না করলে ত্বকের অবস্থা খারাপ হবে। সে কারণে আপনার ত্বক উজ্জ্বল রাখতে আর জেল্লা ফেরাতে একটু সচেতন হতেই হবে। পরিস্থিতি যখন খারাপ হয়, তখন এই ত্বকের জেল্লা ফেরাতে দৌড়ঝাঁপ শুরু করে দেন বিউটি পার্লারে। এতে আপনার প্রচুর টাকা খরচ হয়। কিন্তু আপনি যদি বিউটি পার্লারে না গিয়ে, প্রচুর টাকা খরচ না করে; বরং বাসাতেই সহজ উপায়ে তৈরি করেন ম্যাজিক্যাল ফেসপ্যাক, তবে বিষয়টি মন্দ নয়। 

**চলুন জেনে নেওয়া যাক— ত্বকের জেল্লা ফেরাতে বাসায় তৈরি টিপস

দুই চামচ অ্যালোভেরা জেল নিন। এর সঙ্গে মিশিয়ে নিন এক চামচ অলিভ ওয়েল, এক চামচ গ্লিসারিন এবং দুটি ভিটামিন ই ক্যাপসুল। ভালো করে মিশিয়ে নিন। তার পর মিশ্রণটি মুখে মেখে, বেশ কিছুক্ষণ ম্যাসাজ করুন। তার আগে ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। প্রতিদিন রাতে শোবার সময় আগে এই মিশ্রণ লাগালে ঝকঝকে হয়ে উঠবে ত্বক।

ভিটামিন ই ক্যাপসুলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে ভালো করে ম্যাসাজ করুন। কিছুক্ষণ রেখে দিন। তারপর সামান্য গরম পানিতে একটা তোয়ালে ভিজিয়ে নিয়ে মুখ মুছে নিন। দেখবেন পাঁচ মিনিটেই ত্বক ঝকঝকে হয়ে উঠবে।

এ ছাড়া অ্যালোভেরার সঙ্গে কিছুটা পরিমাণ গোলাপজল ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটিকে মুখে, পিঠে ও গলায় ভালো করে মেখে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে কয়েক দিন এভাবে মিশ্রণটি ব্যবহার করুন। দেখবেন আপনার ত্বক ঝকঝকে উজ্জ্বল হবে।