শনিবার, ৮ নভেম্বর ২০২৫
Logo

রান্না করতে করতে নখ হলুদ হয়ে গেছে? ঘরে বসেই ফেরান উজ্জ্বলতা

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১০:৩৩পিএম

রান্না করতে করতে নখ হলুদ হয়ে গেছে? ঘরে বসেই ফেরান উজ্জ্বলতা

রান্নাবান্না, থালা-বাটি ধোয়া, বা বারবার ডিটারজেন্ট ব্যবহারে হাতের সঙ্গে নখও রুক্ষ ও হলুদ হয়ে যায়। দেখতে যেমন খারাপ লাগে, তেমনই সময়ের সঙ্গে নখ দুর্বল হয়ে পড়ে। তবে চিন্তা নেই—কিছু সহজ ঘরোয়া যতেœই ফিরিয়ে আনতে পারেন নখের স্বাভাবিক সৌন্দর্য।

লেবু ও বেকিং সোডার প্যাক

লেবুর ব্লিচিং গুণ আর বেকিং সোডার স্ক্রাবিং ক্ষমতা একসঙ্গে কাজ করে দারুণ ফল দেয়।

এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে আধা চামচ বেকিং সোডা মিশিয়ে নখে লাগান। ৫ মিনিট পর হালকা ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার করলেই নখ হবে ঝকঝকে।

টুথপেস্টের জাদু

সাদা রঙের হোয়াইটনিং টুথপেস্ট নখের দাগ তুলতে দারুণ কার্যকর।

পুরনো টুথব্রাশে সামান্য টুথপেস্ট নিয়ে নখে হালকা ঘষুন। ৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। একদিন অন্তর ব্যবহার করলে এক সপ্তাহেই পার্থক্য টের পাবেন।

অ্যাপল সিডার ভিনেগার

অর্ধেক কাপ অ্যাপল সিডার ভিনেগার এক কাপ কুসুম গরম পানিতে মিশিয়ে তাতে নখ ১০ মিনিট ভিজিয়ে রাখুন।

এতে হলুদ ভাব কমবে ও নখ জীবাণুমুক্ত থাকবে।

নারকেল বা অলিভ অয়েল ম্যাসাজ

প্রতি রাতে ঘুমানোর আগে হালকা গরম নারকেল বা অলিভ অয়েল নখে লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করুন। এতে নখ মজবুত ও উজ্জ্বল থাকে।

নখ সুন্দর রাখার বাড়তি টিপস

বেস কোট ব্যবহার : নেলপলিশ লাগানোর আগে বেস কোট ব্যবহার করলে রঙের দাগ পড়ে না।

হলুদ থেকে সাবধান : রান্নার সময় হলুদের সংস্পর্শে এলে গ্লাভস পরুন।

দাগ পড়লে সঙ্গে সঙ্গে লেবুর রস লাগান।

পুষ্টিকর খাবার খান : ডিম, মাছ, বাদাম, শাক-সবজি ও দুগ্ধজাত খাবার নখকে করে শক্ত ও চকচকে।