শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
Logo

শীতে ঠোঁটের যত্নে ঘরেই বানিয়ে ফেলুন প্রাকৃতিক লিপ বাম

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৭:২৫পিএম

শীতে ঠোঁটের যত্নে ঘরেই বানিয়ে ফেলুন প্রাকৃতিক লিপ বাম

শীতকাল এলেই ঠোঁট ফাটা, শুষ্কতা ও কালচে দাগের সমস্যা দেখা দেয়। বাজারের রাসায়নিকযুক্ত লিপ বাম ব্যবহার করার ফলে অনেকেরই ত্বক ক্ষতিগ্রস্ত হয়। তাই আপনি যদি বাজারে পাওয়া লিপ বাম ব্যবহার করতে না চান, তাহলে ঘরোয়া উপাদান দিয়েই তৈরি করে নিতে পারেন একদম প্রাকৃতিক লিপ বাম।

প্রাকৃতিক এই লিপ বাম ঠোঁটকে গভীরভাবে আর্দ্র রাখবে, নরম ও উজ্জ্বল করে তুলবে এবং ক্ষতিগ্রস্ত ত্বক পুনরুদ্ধারে সাহায্য করবে।

চলুন, দেখে নেওয়া যাক কিভাবে ঘরেই সহজ উপায়ে বানাবেন কার্যকর এই প্রাকৃতিক লিপ বাম—

উপকরণ

মোম– ১ টেবিল চামচ

নারকেল তেল– ১ টেবিল চামচ

মধু– ১ চা চামচ

ভিটামিন ই ক্যাপসুল– ১টি

এসেনশিয়াল অয়েল– ২-৩ ফোঁটা (ঐচ্ছিক)

তৈরির পদ্ধতি

একটি বড় পাত্রে পানি গরম করুন। তার ওপর হিটপ্রুফ একটি কাচের বাটি বসান। এবার কাচের বাটিতে মোম ও নারকেল তেল দিন। ধীরে ধীরে গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন, যাতে দুটিই ভালোভাবে মিশে যায়।

মিশ্রণটি আঁচ থেকে নামিয়ে নিন। এবার এতে মধু, ভিটামিন ই ক্যাপসুলের তেল এবং চাইলে এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। ঠাণ্ডা হওয়ার পর মিশ্রণটি একটি পরিষ্কার খালি লিপ বামের পাত্র বা ছোট কাঁচের বোতলে ঢালুন।

ঘরের তাপমাত্রায় এভাবে কয়েক ঘণ্টা রাখুন, অথবা দ্রুত জমাতে চাইলে ফ্রিজে ২০–৩০ মিনিট রাখুন। জমে গেলে আপনার ঘরে তৈরি ১০০% প্রাকৃতিক লিপ বাম ব্যবহার উপযোগী।

এই লিপ বামের উপকারিতা

ঠোঁট ফাটা ও শুষ্কতা দূর করে।

ঠোঁটকে নরম, উজ্জ্বল ও আর্দ্র রাখে।

রাসায়নিকমুক্ত ও সম্পূর্ণ প্রাকৃতিক।

ঠোঁটের কালচে ভাব কমায়।

দীর্ঘসময় ধরে ময়েশ্চার ধরে রাখে।

প্রতিদিন ঘুমানোর আগে এই লিপ বাম ঠোঁটে হালকা করে লাগিয়ে নিন। সকালে ঠোঁট থাকবে নরম, কোমল ও উজ্জ্বল।

সূত্র: টিভি৯ বাংলা