বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
Logo

এক হবেন না বলেও নিউইয়র্কে এক হলেন শাকিব-বুবলী!

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৬:৫৫পিএম

এক হবেন না বলেও নিউইয়র্কে এক হলেন শাকিব-বুবলী!

শাকিব খান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার পরেই খবর পাওয়া গিয়েছিল বুবলী সেখানে যাচ্ছেন। ছেলে শেহজাদ খান বীরকে সময় দেওয়ার জন্য শাকিবের আহ্বানে বুবলী নিউইয়র্ক যাচ্ছেন। তবে কবে যাচ্ছেন বা যাবেন, সে তথ্য উভয়ই গোপন রাখেন।  

তবে গোপনীয়তা ভেদ করে জানা গেল বুবলী নিউইয়র্কে চলে গেছেন।

সেখানে শাকিবের সঙ্গে ছেলেকে পার্কে ঘুরছেন বুবলী। যেখানে দেখা যাচ্ছে নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে বেড়াতে গেছেন শাকিব খান। সঙ্গে ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলী।

তাদের পার্কে একটি কালো রঙের গাড়িতে করে এসে নামতে দেখা যায়। গাড়ি থেকে নেমেই শাকিব বীরের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন, পেছনে পেছনে আসছিলেন বুবলী। ধারণা করা হচ্ছে, নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়েই ছেলেকে নিয়ে একটু ঘুরে বেড়াতে রুজভেল্ট আইল্যান্ড বেছে নেন।

চিত্রনায়িকা বুবলী তাঁর ফেসবুক হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন।

যেখানে দেখা যায় শাকিব খানের সঙ্গে ছেলেকে নিয়ে তিনি বেশ আনন্দময় সময় কাটাচ্ছেন। আর এই ছবই প্রকাশের পরপরই ফের প্রশ্ন উঠেছে তবে কি শাকিব-বুবলী এক হচ্ছেন?  

নানা সময়েই শাকিব খান বলেছিলেন, অপু বিশ্বাস ও বুবলী তাঁর কাছে অতীত। সেই অতীতকেই বর্তমান করলেন শাকিব খান। তাও দেশের মাটিতে নয়, নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে দেখা গেল তাদের। 

দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান।

সে সময় আব্রাহামকে সঙ্গে নিয়ে নিউইয়র্ক, নায়াগ্রা থেকে শুরু করে বিভিন্ন শহরে সময় কাটিয়েছেন শাকিব। বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।’

দেশে ফিরে সংবাদকর্মীদের মুখোমুখি হয়েও সেই সফর নিয়ে কথা বলেছিলেন শাকিব। সেই সঙ্গে জানিয়েছিলেন, সময় সুযোগ হলে ছোট ছেলে শেহজাদ খান বীরকেও একই রকম সুন্দর স্মৃতি উপহার দিতে চান তিনি। ঠিক দুই বছর পর সেই ইচ্ছারই বাস্তবায়ন ঘটতে যাচ্ছে ছোট ছেলে শেহজাদ খান বীরের ক্ষেত্রে।

এবারের যুক্তরাষ্ট্র সফরে কিছু দিনের জন্য শেহজাদকেও পাশে পাচ্ছেন এই তারকা বাবা। এদিকে, চলতি মাসেই শাকিবের দেশে ফেরার কথা রয়েছে।