ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করেছে পুলিশ। আজ রোববার ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর হয়ে থাইল্যান্ড যাওয়ার সময় তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে।
ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন।
জুলাই অভ্যুত্থানের সময়ের ঘটনায় করা এক হত্যাচেষ্টা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, চিত্রনায়িকা অপু বিশ্বাস, নুসরাত ফারিহা, নিপুণ আক্তারসহ ১৭ অভিনয়শিল্পীকে।