শনিবার, ৮ নভেম্বর ২০২৫
Logo

ত্বকের যত্নে যে উপাদানগুলো এড়িয়ে চলা ভালো

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৮এএম

ত্বকের যত্নে যে উপাদানগুলো এড়িয়ে চলা ভালো

প্রসাধনীর ব্যবহার মানেই ত্বকের যত্ন নেওয়া নয়। ত্বকের সঠিক যত্নের জন্য নিয়মিত ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং করা জরুরি। ত্বক অত্যন্ত স্পর্শকাতর হওয়ায়, কোনো প্রসাধনী ব্যবহারের আগে তার উপাদান সম্পর্কে ভালো করে জানা প্রয়োজন। বাজারে পাওয়া অনেক প্রসাধনী ত্বকের ক্ষতি করতে পারে।

চলুন, জেনে নিই কোন কোন উপাদান ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।

সোডিয়াম লরাইল সালফেট

শ্যাম্পু, ক্লিনজার, বডি ওয়াশের মতো অনেক প্রসাধনীর প্রধান উপাদান হলো সোডিয়াম লরাইল সালফেট। এটি ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে, তবে ত্বকে দীর্ঘ সময় থাকলে ত্বকের পানিশূন্যতা সৃষ্টি করতে পারে।

সিলিকন

ময়েশ্চারাইজার ও সিরামের মধ্যে সাধারণত সিলিকন থাকে। এটি ত্বকে সাময়িক জেল্লা এনে দিলেও নিয়মিত ব্যবহারে ত্বকের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে।

নারিকেল তেল

নারিকেল তেল অনেকদিন ধরেই ত্বকের পরিচর্যায় ব্যবহার হয়ে আসছে। খাঁটি নারিকেল তেল ত্বকের জন্য উপকারী হলেও, যদি এতে রাসায়নিক কোনো উপাদান মেশানো থাকে, তবে তা ত্বকে র‍্যাশ বা লাল হয়ে যাওয়াসহ নানা সমস্যা সৃষ্টি করতে পারে।

সূত্র: এই সময়