বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
Logo

বিশেষ সম্মাননা পাচ্ছেন শাকিব ও শাবনূর

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ১০ মে ২০২৫, ০২:৩৫পিএম

বিশেষ সম্মাননা পাচ্ছেন শাকিব ও শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে সম্মাননা দিচ্ছে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি)। সংগঠনটির ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এজেএফবি অ্যাওয়ার্ডে এ পুরস্কার দেওয়া হবে। এতে চলতি বছর শাকিব খান পাচ্ছেন শ্রেষ্ঠ নায়কের সম্মাননা ও শাবনূরকে দেওয়া হবে বিশেষ সম্মাননা।

শনিবার (১৭ মে) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

এজেএফবি সভাপতি ফারুক হোসেন মজুমদার জানান, শাকিব খানকে শ্রেষ্ঠ নায়ক ও শাবনূরকে বিশেষ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া সেরা নায়ক হিসেবে মনোনীত হয়েছেন চিত্রনায়ক নিরব, সজল ও সিয়াম। সেরা নায়িকা বিভাগে আছেন শবনম বুবলী ও নুসরাত ফারিয়া। টিভি অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাদিয়া জাহান প্রভা, সামিরা খান মাহি ও তানজিন তিশা। সংগীতে আসিফ আকবর, বেলাল খান, মুনসুর, ইথুন বাবু, এসআই সুমন, সুমি শবনম ও আতিয়া আনিসা পেয়েছেন মনোনয়ন।

আয়োজক সংগঠনটি জানিয়েছে, এবারের অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, নৃত্য, মডেলিং, কনটেন্ট ক্রিয়েশন, বিনোদন সাংবাদিকতা, নারী উদ্যোক্তা ও ফ্যাশনসহ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হবে।