বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
Logo

এক দিন পেছালো ‘নজরুল কনসার্ট

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৭:০৮পিএম

এক দিন পেছালো ‘নজরুল কনসার্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্দীপনামূলক ১০টি গান নিয়ে তৈরি বিশেষ অ্যালবাম প্রকাশ উপলক্ষে ৩০ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘নজরুল কনসার্ট’। তবে তা একদিন পিছিয়ে ৩১ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট।

ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী গণমাধ্যমকে জানান, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানিয়ে ‘নজরুল কনসার্ট’ একদিন পেছানো হয়েছে। ৩১ মে বিকেল ৫টায় এটি অনুষ্ঠিত হবে।’

‘নজরুল কনসার্ট’ আয়োজিত হচ্ছে একটি বিশেষ অ্যালবাম প্রকাশ উপলক্ষে, যেখানে থাকছে নজরুলের সংগ্রামী ও প্রেরণাদায়ী ১০টি গান। অ্যালবামটির গানগুলো নতুন করে সংগীতায়োজন করছে দেশের খ্যাতনামা ১০টি ব্যান্ড— ‘সোলস’, ‘দলছুট’, ‘ওয়ারফেজ’, ‘আর্ক’, ‘শিরোনামহীন’, ‘এমএনবি’, ‘রেবেল’, ‘ব্ল্যাক’, ‘এফ মাইনর’ ও ‘ডিফারেন্ট টাচ’।

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিতব্য এই কনসার্টটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, অর্থাৎ সবাই বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

অ্যালবামে যে গানগুলো স্থান পেয়েছে— ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘জাগো অনশন-বন্দী’, ‘কারার ঐ লৌহ-কবাট’, ‘এই শিকল-পরা ছল’, ‘দুর্গম গিরি, কান্তার-মরু’, ‘বাজিছে দামামা’, ‘পরদেশী মেঘ’, ‘জয় হোক জয় হোক’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ এবং ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’।

এই গানগুলো নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হবে।