সোমবার, ১০ নভেম্বর ২০২৫
Logo

সকাল না কি বিকেল, শরীরচর্চার উপযুক্ত সময় কখন?

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১০:৫৩এএম

সকাল না কি বিকেল, শরীরচর্চার উপযুক্ত সময় কখন?

পরিবার, অফিসের কাজ ও নানা দায়িত্ব সামলে নিজের জন্য সময় বের করে শরীরচর্চা করা বেশ কঠিন বিষয়। অনেকেই নিয়ম করে ব্যায়াম শুরু করার পরিকল্পনা করেও তা ধরে রাখতে পারেন না। কেউ সকালে শরীরচর্চা করতে পছন্দ করেন, কেউ আবার বিকেলে। কিন্তু প্রশ্ন থাকে সকাল না বিকেল, কোন সময়ে ব্যায়াম করলে বেশি উপকার পাওয়া যায়? চলুন, জেনে নিই।

ফিটনেস প্রশিক্ষকদের মতে, ব্যায়াম করার সেরা সময় বলে আসলে কিছু নেই। যিনি যে সময়ে স্বচ্ছন্দে ও নিয়মিতভাবে শরীরচর্চা করতে পারেন, সেটিই তার জন্য সেরা সময়। মূল বিষয় হলো ধারাবাহিকতা, দিনের নির্দিষ্ট সময়ে নিয়মিত ব্যায়াম করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ সকালে ব্যায়াম করতে ভালোবাসেন কারণ দিনটা তারা সতেজভাবে শুরু করতে পারেন।

অন্যদিকে, অনেকেই কাজের চাপ শেষে সন্ধ্যায় শরীরচর্চা করেন, যা তাদের মন ও শরীর দুই-ই প্রশান্ত রাখে। কেউ খালি পেটে ব্যায়াম করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আবার কেউ অল্প কিছু খেয়ে। সকালে খালি পেটে ব্যায়াম করা সহজ হলেও সন্ধ্যায় সাধারণত হালকা খাবারের পরই শরীরচর্চা হয়। কেউ একা নিরিবিলিতে ব্যায়াম করতে ভালোবাসেন, কেউ আবার জিমে অনেকের সঙ্গে।

তাই সময়, স্থান ও পদ্ধতি সবই নিজের সুবিধা অনুযায়ী ঠিক করা উচিত।

তবে সকাল ও বিকেলের ব্যায়ামের আলাদা কিছু সুবিধা ও অসুবিধাও রয়েছে। সকালে ব্যায়াম করলে পাচনক্রিয়া উন্নত হয়, ক্যালরি দ্রুত ঝরে যায় এবং দিনভর শরীর থাকে সতেজ। তবে ভোরে শরীর পুরোপুরি সজাগ না থাকায় অনেকের শক্তি কম থাকে, ফলে ব্যায়াম পুরোপুরি উপভোগ করা যায় না। অন্যদিকে, সন্ধ্যায় ব্যায়াম করলে পেশির শক্তি বাড়ে, মন ভালো থাকে এবং হালকা শরীরচর্চা ঘুমের মান উন্নত করে।

তবে রাতে অতিরিক্ত ব্যায়াম করলে ঘুমের সমস্যা হতে পারে। পাশাপাশি, সারাদিনের কাজের পর শক্তি ধরে রেখে নিয়মিত ব্যায়াম করাও অনেকের পক্ষে কঠিন হয়ে যায়।

সব মিলিয়ে, ব্যায়াম করার আদর্শ সময় নির্ভর করে আপনার শরীর, জীবনযাত্রা ও লক্ষ্যর ওপর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সময়েই ব্যায়াম করুন না কেন, নিয়মিতভাবে তা চালিয়ে যাওয়া।

সূত্র: আনন্দবাজার